ঢাকা,  শুক্রবার
২০ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

হাতিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২৪

হাতিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী

ছবি : মেসেঞ্জার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে এসব অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে তিনটি ছোট এলজি, দুটি গানসহ এলজি ও একটি একনালা বন্ধুক ও ১৭টি রকেট প্যারাশুট ফ্লেয়ার ছিল। নৌবাহিনী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের একটি পরিত্যাক্ত বাড়িতে পুতে রাখা অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে এসব অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এই বিষয়ে হাতিয়া থানায় মামলা হবে।

 

মেসেঞ্জার/রাসেল/তারেক

×
Nagad