ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মুন্সিগঞ্জে সজল মোল্লা হত্যার ঘটনায় ৪৫১ জনকে আসামী করে মামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ২০ সেপ্টেম্বর ২০২৪

মুন্সিগঞ্জে সজল মোল্লা হত্যার ঘটনায় ৪৫১ জনকে আসামী করে মামলা

ছবি: মেসেঞ্জার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জে রংমিস্ত্রি সজল মোল্লা (৩০) নিহতের ঘটনায় মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রতিনিধি সহ ৪৫১ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় এজাহার ভুক্ত ৩০১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামী করা হয়। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দায়ের করা সজল মোল্লা (৩০) হত্যা মামলার উল্লেখযোগ্য আসামীরা হচ্ছেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিস উজ্জামান, তার ২ ছেলে আক্তার উজ্জামান রাজিব ও জালাল উদ্দিন রুমি রাজন সহ আরও অনেকে।

উল্লেখ: (৪ আগস্ট) জেলা শহরের সুপারমার্কেট গোল চত্বর এলাকায় আওয়ামীলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে রিয়াজুল ফরাজী (৩৮), ডিপজল (১৯) ও মো. সজল (৩০) নিহত হয়। এদের সবার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। নিহত ৩ জনই শ্রমিক ছিলেন।

মেসেঞ্জার/শুভ/তারেক