ঢাকা,  শনিবার
২১ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর প্রশাসনের অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০২, ২১ সেপ্টেম্বর ২০২৪

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর প্রশাসনের অভিযান

ছবি : মেসেঞ্জার

সুনামগঞ্জে ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর টাক্সফোর্স অভিযান অভিযান পরিচালনা করেছে প্রশাসন। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত জেলা প্রশাসন, সুনামগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ধোপাজান নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এক টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে সহকারী কমিশনার (ভূমি), সুনামগঞ্জ সদর ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও সুনামগঞ্জ সদর থানার পুলিশ সদস্যবৃন্দ। সুরমা নদী থেকে ধোপাজান নদীর উজানে সারারাত ব্যাপী অভিযান পরিচালিত হয়।

এ সময় টাস্কফোর্সের আগমন টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিগণ বাল্কহেড নৌকা, ড্রেজার মেশিন বসানো নৌকা ইত্যাদি ছেড়ে পানিতে ঝাপিয়ে পড়ে পলায়ন করে। অভিযানে মোট ০৮(আট) টি বালু বোঝাই বাল্কহেড নৌকা এবং ০৫(পাঁচ) টি ড্রেজারসহ কাঠের নৌকা জব্দ করা হয় এবং সুনামগঞ্জ সদর থানার জিম্মায় এনে রাখা হয়।

পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মেসেঞ্জার/দ্বিপাল/আজিজ

×
Nagad