ঢাকা,  শনিবার
২১ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

কাউকে হয়রানী করার সুযোগ নেই : বরিশাল রেঞ্জের ডিআইজি

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১৬:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৪

কাউকে হয়রানী করার সুযোগ নেই : বরিশাল রেঞ্জের ডিআইজি

ছবি : মেসেঞ্জার

পুলিশের নবাগত বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেন, গায়বী মামলার কোন সুযোগ নেই। অন্যায় ভাবে পুলিশের মাধ্যমে আর কেউ হয়রানী হবে না। কাউকে হয়রানীর সুযোগ নেই।

তিনি আরো বলেন, আমরা অতীত নিয়ে আর পড়ে থাকতে চাই না। অতীতে পুলিশি যে ব্যবস্থা ছিল, তা পাল্টে দেওয়া হবে। আগামী দিনগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। আমাদের একটু সময় দেন সব ঠিক হয়ে যাবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ডিআইজি একথা বলেন তিনি। অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ফারুক উল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোরশেদ।

তিনি বলেন, থানা পুলিশের কার্যক্রম তদারকি হবে সিসি ক্যামেরার মাধ্যমে। থানার পুলিশ ম্যানেজ বলতে কোন শব্দ থাকবে না। থানায় কোন ভুক্তভোগী জিডি করতে আসলে আগে তাকে চা-বিস্কুট খাওয়ানোর নির্দেশ ডিআইজির। তার পর তার সমস্যা শুনে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে।

বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা যেকোনো অপরাধ দমনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। বরিশাল বিভাগকে মাদকমুক্ত, কিশোর গ্যাং, ইভ টিজিং বন্ধসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মতবিনিময় সভায় বরিশাল জেলার পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় ডিআইজি সাংবাদিকদের কাছ থেকে বিভাগের সকল সমস্যা গুলোর কথা শুনেন।

মেসেঞ্জার/পান্থ/তারেক

×
Nagad