ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

নতুন পঞ্চগড় গড়তে নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৪

নতুন পঞ্চগড় গড়তে নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ছবি : মেসেঞ্জার

নতুন পঞ্চগড় গড়ে তোলার লক্ষে পঞ্চগড়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মত বিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক সাবেত আলী। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু সাঈদ।

সভায় অংশ নেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাগপা, গণ অধিকার পরিষদের পঞ্চগড় জেলার নেতৃবৃন্দ। এছাড়াও অংশ নেন আইনজীবি, মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কারিগর, নাট্যদল ভূমিজ, সাংবাদিক ও  সূশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সভায় নিরাপত্তা ও মন্দিরের ভূমি জটিলতার কারনে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা নিয়ে সংশয় প্রকাশ করেন পঞ্চগড়ের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কল্যান কুমার ঘোষ।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদসহ বিএনপি নেতারা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের মন খুলে পুজা করার আহ্বান জানায়। 

মতবিনিময় সভায় প্রায় তিন ঘন্টাব্যাপী সময় ধরে অংশ নেয়া রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা আলাদা আলাদা করে পঞ্চগড়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা তুলে ধরেন। একই সাথে নতুন পঞ্চগড় গড়তে বিভিন্ন মতামত তুলে ধরেন। পরে জেলা প্রশাসক ক্রমান্বয়ে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নতুন পঞ্চগড় গড়তে সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

মেসেঞ্জার/দোয়েল/তারেক