ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১১:১৭, ২২ সেপ্টেম্বর ২০২৪

দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ

ছবি : সংগৃহীত

জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ। শহরের ভেতর যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে দূরপাল্লার সব বাহন। 

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই চলছে অবরোধের দ্বিতীয় দিনের কর্মসূচি।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, জেলা জুড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টহল জোরদার করা হয়েছে। 

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার অবরোধের ডাক দেওয়া হয়। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।

অপরদিকে খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড পাড়ায় হত্যার শিকার মো. মামুনের স্ত্রী বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা। 

মামলায় উল্লেখিত আসামিরা হলেন, জেলা সদরের শালবাগান এলাকার মো. শাকিল, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মো. রফিকুল আলম এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম। 

মেসেঞ্জার/দিশা