ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

নরসিংদীতে ৬ ডাকাত ও ২ গরু চোর গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০১, ২২ সেপ্টেম্বর ২০২৪

নরসিংদীতে ৬ ডাকাত ও ২ গরু চোর গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত ও দুই গরু চোরকে গ্রেপ্তার করেছে  শিবপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি নীল-হলুদ রংয়ের ট্র্যাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত তিন টার দিকে উপজেলার আয়ূবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া এলাকায় রাত্রিকালীন টহল পুলিশের সহযোগিতায় এলাকাবাসী ছয় ডাকাতকে আটক করে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামসুল আরেফিন।

গ্রেপ্তারকৃতরা পটুয়াখালী জেলার সদর থানার চরমইশাদী গ্রামের রাজ্জাকের ছেলে মোঃ হাবিব (৪৫), পটুয়াখালী জেলার সদর থানার মেলীপাড়া গ্রামের কাশেম হাওলাদারের মোঃ হারুন (৩০), ফেনী সদর থানার নিচ কুনজরা গ্রামের বদির আলমের ছেলে জাহাঙ্গীর (৩০), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাটারচর গ্রামের তনু মিয়ার ছেলে হিরন মিয়া (৩৫), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবিন (৩০),পটুয়াখালী সদর থানার তেওবুনিয়া গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে মনির (৩০)। 

এছাড়া উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামে দুই গরু চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। দুই গরুচুর হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফাসিতলা গ্রামের মৃত রাহাত আলীর ছেলে রুহুল আমিন (২৮) ও বগুরা জেলার সোনাতলা থানার শালিকা গ্রামের মৃত আফতাব বেপারীর ছেলে : হারিজ (৩৮)।

শামসুল আরেফিন জানান, ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের ট্রাক, একটি কাটার যন্ত্র, লোহার রড, স্লাইরেঞ্জ উদ্ধার করা হয়। দুই গরু চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

মেসেঞ্জার/কাউছার/তারেক