ছবি : মেসেঞ্জার
পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান তালুকদার মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরেই নিউমোনিয়া, হৃদরোগ ও ডায়াবেটিকসে আক্রান্ত হওয়ায় তাকে মাসখানেক আগে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
তিন দিন ধরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোটভাই ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান।
পরিবারের তথ্যমতে, মাহবুব তালুকদারের মরদেহ আজ ঢাকা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে আসা হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী রেখে গেছেন।
মাহবুবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ২০০১-২০১৮ সময়কালে পটুয়াখালী-৪ আসনের প্রতিনিধিত্ব করেন। এবং ২০০৯-২০১৪ সালে পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মেসেঞ্জার/মানিক/তারেক