ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বিএনপি জনগনের সরকার চায় : সাবেক এমপি সাখাওয়াত 

নরসিংদী  প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি জনগনের সরকার চায় : সাবেক এমপি সাখাওয়াত 

ছবি : ডেইলি মেসেঞ্জার

নরসিংদী-৪ আসনের সাবেক এমপি  ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, "ছাত্র জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনা ফ্যাসিষ্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের মানুষের। আর এই কৃতিত্বের বড় দাবিদার বিএনপি। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান"। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি বর্তমান সরকারকে সহযোগীতা করতে চায় উল্লেখ করে বলেন, গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে দিন। গনতন্ত্র ব্যাতিত কোন রাষ্ট্র চলতে পারে না। 

তাই নির্বাচন কমিশনকে অগ্রাধিকার দিয়ে সংস্কারের আহবান জানান। নির্বাচন পদ্ধতি সংস্কার করে, রোড ম্যাপ জারি করে নির্বাচনের তারিখ ঘোষনা করতে হবে। কারণ, বিএনপি জনগনের সরকার চায়। তাই নিবার্চন ব্যাবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন ঘোষনার দাবি জানান। 

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর বেলাবোতে খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনসহ বিগত ১৭ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে পাটুলী ইউনিয়ন বিএনপির আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল।

পাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, মনোহরী উপজেলার সদস্য সচিব আমিরুল রশিদ সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম ও পাটুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতারা।

মেসেঞ্জার/সজিব