ঢাকা,  শনিবার
২৩ নভেম্বর ২০২৪

The Daily Messenger

তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১১:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪

তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ

ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শেষ দিনের অবরোধ কর্মসূচি চলছে সোমবার। গত দুদিনের মতো দূরপাল্লার সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়কগুলোতে ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। অবরোধকে কেন্দ্র করে এখনো জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেই সঙ্গে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে সেখানকার জনজীবন। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল খাগড়াছড়ি জেলার সীমানা পর্যন্ত যাতায়াত করতে দেখা গেছে। 

রোববার অবরোধ চলাকালে দীঘিনালার বাবুছড়া এলাকায় সীমান্ত সড়কে পাথর বহনকারী তিনটি ট্রাক খাগড়াছড়ি ফেরার পথে অবরোধকারীরা ভাঙচুর করে। জেলার মানিকছড়িতে তারা গাছ কেটে সড়ক অবরোধ করে। এছাড়া গত দুইদিনে জেলার কয়েকটি স্থানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে। 

এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রতিক ঘটনার জেরে জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আজও বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম।

মেসেঞ্জার/দিশা