ছবি : ডেইলি মেসেঞ্জার
মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলে বিদ্যুতায়িত হয়ে মিঠুন পাল (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন, পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কারখানার বৈদ্যুতিক লাইনের সংস্কার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে শ্রমিকরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে,জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিঠুন পালকে মৃত ঘোষণা করেন।
এ সময় আশঙ্কাজনক অবস্থায় আহত আরেক শ্রমিক আশরাফুল (২৪) কে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হয়।
এদিকে এ ঘটনা পর, কারখানায় শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে নানান অভিযোগ করেছেন শ্রমিকরা। নিহত মিঠুন পাল, লক্ষ্মীপুর জেলার হারাধন চন্দ্র পালের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.এস এম ফেরদৌস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে এক শ্রমিকের। নিহতের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে,আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে নিহতের পরিবারের স্বজনদের কাছে। এছাড়া পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে কারখানাটিতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহতের ঘটনার পরে একই প্রতিষ্ঠানে একটি আকস্মিক বিস্ফোরণে ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
মেসেঞ্জার/সজিব