ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনার নিহত ৩

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৭:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২৪

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনার নিহত ৩

ছবি : সংগৃহীত

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী নিহত হন।

তারা হলেন– সদর উপজেলার গৌরীচরণপুর এলাকার পিকুল বিশ্বাসের ছেলে সানী বিশ্বাস (২০) ও একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহীব বিশ্বাস (১৮)। তারা মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে বাড়ি ফিরছিলেন।

অন্যদিকে সদর উপজেলার নড়িহাটি এলাকায় অটোরিকশা উল্টে চালক ফারুক হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সে নড়িহাটি গ্রামের জাহিদ মিয়ার ছেলে।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মেসেঞ্জার/দিশা