ছবি: মেসেঞ্জার
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বরগুনা সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন বরগুনা বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার। প্রায় শতাধিক শিক্ষক এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি পাথরঘাটা উপজেলার সাধারণ সম্পাদক ও হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা মিলন তার বক্তৃতায় বলেন, বিগত সরকারের আমলেও আমরা এই দাবিগুলো করেছিলাম কিন্তু সরকার আমাদের দাবিগুলো গুরুত্ব দেয়নি।
আমাদের শিক্ষকরা চাকুরীর শুরুতে বেতন পান সাড়ে ১২ হাজার টাকা। অথচ একজন সরকারি স্কুলের শিক্ষক অনেক বেশি টাকা পান। আমরা উৎসব ভাতা পাই বেসিকের শতকরা পঁচিশ ভাগ, সরকারি শিক্ষকরা পান বেসিকের শতভাগ। আমরা তাদের মতো একই পাঠদান করে থাকলেও তাদের সাথে আমাদের বৈষম্যটা অনেক। আমরা আজ মানববন্ধন ও স্বারকলিপির মাধ্যমে সরকারকে অবহিত করছি। অনতি বিলম্বে আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলার আমতলী এ কে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বুড়িরচর এ এম জি মাধ্যমিক বিদ্যালয়, রোডপাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, বাইশতবক রোডপাড়া দাখিল মাদ্রাসা ও কেওড়াবুনিয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক বৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে স্মারকলিপি পেশ করেন।
মেসেঞ্জার/কেশব/তারেক