ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৫, ২৪ সেপ্টেম্বর ২০২৪

পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি: মেসেঞ্জার

আসন্ন হিন্দু ধর্মাবলম্বীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির (সিও) লেঃ কর্ণেল জিয়াউল হক, সেনাবাহীনির ২৯ বির (সৈয়দপুর) কমান্ডার কর্ণেল ইউসুফ আলী, র‌্যাব-১৩ এর (সিপিসি-২) নীলফামারী কোম্পানী কমান্ডার মেজর ইসতিয়াক, জেলা বিএনপি'র আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যান কুমার ঘোষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকলেছুর রহমান সান, সাহদাৎ হোসেনসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ।

এবার জেলায় ২৯৯ টি মন্ডপে পুজা উদযাবন করা হবে। শারদীয় দুর্গাপুজায় প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তা বজায় রাখার জন্য মন্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেয়া হয়। বিএনপি ও জামায়াতে ইসলামী প্রত্যেক মন্ডপে তাদের দলীয় কর্মীদের নিয়ে গঠিত ১০ জন করে স্বেচ্ছাসেবী নিয়োগ করবেন  বলে আশ্বাস দেন। কেউ কোন প্রকার ভয় ভীতি দেখালে বা অনলাইন প্লাট ফর্মে গুজব ছড়ালে তাকে আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত যে কোন তথ্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাবকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ  হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, পুজা উদযাপন কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/দোয়েল/তারেক