ঢাকা,  শনিবার
২৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ফরিদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ফরিদপুর প্রতিনিধি  

প্রকাশিত: ২০:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ফরিদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ছবি: মেসেঞ্জার

ফরিদপুরে অবাস্তব পরীক্ষা পদ্ধতি বিরোধী ছাত্র মঞ্চের উদ্যোগে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালিত হয়। 

এ সময় শিক্ষার্থীরা বর্তমানে মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষাসূচী প্রণয়ণ করা হয়েছে তা অযৌক্তিক ও পরীক্ষা নির্ভর দাবি করে তা পরিবর্তন ও পরিমার্জন করতে আহবান জানান। তারা শিক্ষাকালীন মূল্যায়ন ৩০ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ১০ শতাংশ রাখার দাবি করেন এবং পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৯০ নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার দাবি জানান। 

এছাড়া ও প্রশ্ন ফাঁস রোধ, বাস্তুবমুখী শিক্ষা ব্যবস্থা প্রনয়ন, মুখস্থ নির্ভর সিলেবাস বাতিল, অটোপাস বন্ধ করা সহ শিক্ষা খাতের দুর্নীতি রোধ করার আহবান জানান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ অংশগ্রহণ করেন।

মেসেঞ্জার/নাজিম/তারেক

×
Nagad