ছবি : মেসেঞ্জার
মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে সাঁতার শিখাতে গিয়ে বাবা মেয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ বাবা-মেয়েকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিখোঁজ রাফসা (৯) ও তার বাবা মহিদুর রহমান। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বারাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে।
আরিচা স্থল কাম নদীবন্দর ফায়ার স্টেশন ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান বলেন, মহিদুর রহমান তার মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে নিয়ে যান। এ সময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে নদীতে ছেড়ে দেন তিনি। কিন্তু হঠাৎ মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাফসা তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে বাবা-মেয়েকে উদ্ধারে কাজ করছে। তবে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি
মেসেঞ্জার/সামি/দিশা