ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের ‘মার্চ টু জজ কোর্ট’ কর্মসূচি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০২৪

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের ‘মার্চ টু জজ কোর্ট’ কর্মসূচি

ছবি : মেসেঞ্জার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে (৪ আগস্ট) মুন্সিগঞ্জে দুই শ্রমিককে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি এক ছাত্রলীগ কর্মী ও যুবলীগ নেতা সহ দুই জনকে আদালতের জামিন দেয়ার প্রতিবাদে মুন্সিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের সুপার মার্কেট এলাকার শহীদ চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারন জনতার ব্যানারে শুরু হয় "মার্চ টু জজকোর্ট" কর্মসূচী। 

পরে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নামে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে এতে অংশনেয় কয়েকশতাধিক শিক্ষার্থী ও ছাত্রজনতা।

এ সময় বিক্ষোভকারীরা জানান, (৪ আগষ্ট) মুন্সিগঞ্জে নৃশংসভাবে খুন করা হয় ৩ জনকে। এরমধ্যে শ্রমিক সজল ও ডিপজল হত্যা মামলায় আসামী করা হয়েছিলো ছাত্রলীগকর্মী রাহিম ও যুবলীগের বাঘড়া ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমকে। 

তবে সোমবার (২৩ সেপ্টেম্বর) তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তথ্য প্রমাণ সহ আদালতে উপস্থিত হয়ে দুজনের রিমান্ড আবেদন করলেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান রিমান্ড নামঞ্জুর করে উল্টো আসামীদের সরাসরি জামিনের আদেশদেন।

হত্যা মামলা এমন জামিন নজিরবিহীন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা, এতে অপরাধীরা মুক্ত হয়ে ঘুরে বেড়াবার সুযোগ পাচ্ছে মন্তব্য করেন। এতে ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছে নিহতের স্বজনরা।

শিক্ষার্থীরা আরও জানান,হত্যা মামলায় আসামীদের বিষয়ে যথাযথ তদন্ত করে,সুষ্ঠু বিচারের মাধ্যমে বিচারকেদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার আহ্বান জানানো হয়, একই সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওয়তায় এনে সুষ্ঠ বিচার না হলে, শীঘ্রই ছাত্র-জনতা জোরালো আন্দোলনের মাধ্যবে আবারো বিচারের দাবি তোলার ঘোষনা দেন। 

উল্লেখ, (৪ আগষ্ট) মুন্সিগঞ্জ শহর বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে মিছিল বের হলে হামলা করে আওয়ামীলীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় গুলিবৃদ্ধ হয়ে নিহত হয় সজল-ডিপজল সহ ৩জন।

এঘটনায় পরে মুন্সিগঞ্জ সদর থানায় পৃথক ৩টি হত্যা মামলা দায়ের করেছিলো নিহতের স্বজনরা। সোমবার ছাত্রলীগকর্মী রাহিম ও যুবলীগের বাঘড়া ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমকে আদালত সোপর্দ করা হয়েছিলো পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মেসেঞ্জার/শুভ/তারেক