ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

তিতাসে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২৪

তিতাসে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

কুমিল্লার তিতাসে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে  উপজেলা পরিষদ চত্বরে বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকেরা তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বরাবর স্মারক লিপি পেশ করেন।

এসময় উপজেলা বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের উপস্থিত ছিলেন, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোখলেছুর রহমান, মাছিমপুর আর.আর.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান চৌধুরী, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গিয়াসউদ্দিন বাবু, লালপুর নজরুল ইসলাম ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বশির আহমেদ, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্র ধর, কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী গোফরান, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল কাসেম, মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ খন্দকার নুরুল আমিন, গাজীপুর আজিজিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রউফ, মাওলানা বিল্লাল হোসেন প্রমুখ।

মেসেঞ্জার/সাগর/তারেক