ছবি : মেসেঞ্জার
কুমিল্লার তিতাসে ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা জিয়ারকান্দি গ্রামের পুর্বপাড়া একটি পরিত্যক্ত মৎস্য প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মেম্বার বিল্লাল মোল্লা বলেন, অজ্ঞাতনামা মরদেহের খবর শুনে আমি পুলিশকে জানিয়েছি। মরদেহ পচেঁ গিয়ে বুকের পাজরের হাড়গোড় দেখা যাচ্ছে।
মরদেহটি চেনার কোন উপায় নাই, তবে পড়নে পেন্ট দেখে ধারণা করা হচ্ছে ২৫-৩০ বছরের কোন এক যুবকের মরদেহ হবে। এ বিষয়টি তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পঁচাগলা মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে আজ মর্গে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/সাগর/তারেক