ছবি : মেসেঞ্জার
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় একটি গার্মেন্টস কর্মীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের কমপক্ষে ২০ জন যাত্রী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
গোলড়া হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-ট্রাকের সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটি সড়ক থেকে খাদে পড়ে গেছে। ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন নারী গার্মেন্টসকর্মী মারা যান।
উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে অংশ নেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহতদের মধ্যে ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই দুই নারী মারা যান।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মরদেহ দাফনের জন্য বিধি মোতাবেক সহায়তা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাও করা হবে।
মেসেঞ্জার/সামি/দিশা