ছবি : মেসেঞ্জার
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার উপর হামলার মামলায় কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল গ্রেপ্তার হয়েছেন।
গতরাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার রশিদাবাদ এলাকা থেকে র্যাব-১৪ সিপিসি-২ এর একটি অভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম জুয়েল (৪২) সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত-হারুন অর রশিদের ছেলে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মো: আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট আসামী জহিরুল ইসলাম জুয়েলসহ অন্যান্য আসামীগন বে-আইনী জনতাবদ্ধে দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ ছাত্র-জনতার মিছিলের উপর হামলা করলে মো. সুজন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরে, ৯ সেপ্টেম্বর মো. সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম জুয়েলকে আজ সকালে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে দুপুরে আদালতে প্রেরণ করে। আদালত তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মেসেঞ্জার/শাহজাহান/আজিজ