ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের মুসলিম বিদ্বেষী বিজেপি সরকারের বিধায়ক 'নীতেশ নারায়ণ রানে' ও উগ্র হিন্দু পণ্ডিত 'রামগিরি মহারাজের, কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঈমান আক্বিদাহ্ সংরক্ষণ কমিটি মুন্সিগঞ্জ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জুমার নামাজ আদায় শেষে মুন্সিগঞ্জ শহরের জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রতিবাদ জানিয়ে শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে শীঘ্রই ভারত ক্ষমা না চাইলে,আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেয়া হয়। পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঈমান আক্বিদাহ্ সংরক্ষণ কমিটির মুন্সিগঞ্জের নেতৃবৃন্দ ও স্থানীয় অসাধারণ মানুষ।

বক্তারা ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী ফাঁসির দাবি জানান। এছাড়া প্রিয় নবীকে অপমান আর কখনোই মেনে নেয়া হবে না জানিয়ে অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেপ্তার করে আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার হুঁশিয়ারি দেন। এ সময় বিক্ষোপকারীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভারতের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয় প্রতিবাদের দাবি জানিয়েছেন।

মেসেঞ্জার/শুভ/তারেক