ছবি : মেসেঞ্জার
শেখ হাসিনা বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা পালায় না, কেউ টের পায়নি শুধু কাউয়া (ওবায়দুল কাদের) টের পেয়েছে। এমন ভাবে পালিয়েছে পেছন দরজা দিয়ে পালিয়ে গেছেন। তার সঙ্গ-পঙ্গ নৌকায়, বর্ডারে, কলার পাতায় করে পালাতে গিয়ে প্রতিনিয়ত ধরা খাচ্ছে। হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বসে নেই।
একের পর এক ষড়যন্ত্র করেই চলছে, সামনে অমুসলিম ভাইদের বড় ধর্মীয় উৎসব আসছে এবারে তাদের নিয়ে ষড়যন্ত্র করতে পারে। (২৮ সেপ্টেম্বর) শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নীলফামারীতে জেলা জামায়াতে ইসলামী আয়োজনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাসূলূল্লাহ (সা.) এর কর্মপন্থা শীর্ষক সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল এসব কথা বলেন।
তিনি বলেন, যারা আমাদের ১৭ বছর অধিকার হরণ করেছে। আলেম সমাজকে ফাসি দিয়েছে, দেশের ব্যাংক গুলো ধ্বংস করেছে। তারা দেশে থাকার অধিকার রাখে না। এদেশে অচিরেই হাসিনার বিচারে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। জুলাই মাসে যারা শহীদ হলেন তাদের জাতীয় বীরের মর্যাদ দিতে হবে।
অনুষ্ঠানে, জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর মুহাম্মদ আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, প্রবন্ধ উপস্থাপনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডি বিভাগের সভাপতি ড. নাছির উদ্দিন মিঝি, প্রধান আলোচক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডি বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মো. খাইরুল আনাম।
মেসেঞ্জার/রিপন/তারেক