ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মাছিমপুর ত্রী-ধারা ক্রীড়া চক্রের ফুটবল খেলা অনুষ্ঠিত

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪

মাছিমপুর ত্রী-ধারা ক্রীড়া চক্রের ফুটবল খেলা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর ত্রী ধারা চক্রের আয়োজনে মটর সাইকেল ও ফ্রিজ কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মাছিমপুর আর আর ইনিস্টিউটিশন মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় ২-০ গোলে হোমনা নাছির ট্রাভেলসকে হারিয়ে তিতাস উপজেলার জিনিয়াস স্কুল এন্ড কলেজ।‌ চ্যাম্পিয়ান হয়েছে।

অনুষ্ঠিত খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, খেলার প্রধান অতিথি সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম, ঢাকা দক্ষিণ যুবদল নেতা ওমর ফারুক  মুন্না, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, বিএনপি নেতা এমদাদুল হক ফুল মিয়া, মনির হোসেন ভূইয়া ও গাজী মোহাম্মদ হানিফ। সভাপতিত্ব করেন মাছিমপুর বাজার কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠিত ফাইনাল খেলাটি কয়েক হাজার দর্শক উপভোগ করেছেন।

মেসেঞ্জার/সাগর/তারেক