ছবি : মেসেঞ্জার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের পার্শ্ববর্তী দেখার হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলা পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জলাল মিয়া (৩৫) ও একই গ্রামের নুরুল হক মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫)। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেসেঞ্জার/আশিস/তারেক