ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

নীলফামারীতে সাবেক এমপি-চেয়ারম্যানসহ ৩১ জনের নামে মামলা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৪

নীলফামারীতে সাবেক এমপি-চেয়ারম্যানসহ ৩১ জনের নামে মামলা

ছবি: মেসেঞ্জার

নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সহ ৩১জন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচন বাধাগ্রস্থ, নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে নীলফামারী কোর্টে এ মামলা দায়ের করা হয়।

রবিবার (২৯ সেপ্টেম্বর) নীলফামারী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন জোড়াবাড়ি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম (৪২)। উক্ত মামলাটি এফআইআর এর জন্য ডোমার থানাকে নির্দেশ প্রদান করেন আমলী আদালত ডোমার এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নীলফামারী ০১ (ডোমার-ডিমলা) আসনের এমপি প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচন বাধাগ্রস্থ, নেতাকর্মীদের হেনস্তা, সংঘাতময় পরিবেশ সৃষ্টি করে জননীরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে 'আগুন খোয়া বাহিনী' নামের একটি সন্ত্রাসী বাহিনী তৈরী করে এলাকার পরিবেশ বিঘ্নিত সহ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করেছে।

এমতাবস্থায় গত ২৩/১২/২০১৮ইং তারিখে অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী জনসভায় সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিনের নির্দেশে 'আগুন খোয়া বাহিনী'র কয়েকশত সন্ত্রাসী দেশীয় অস্ত্র দ্বারা বিএনপি'র সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রফিকুলের গাড়ি বহরে হামলা করে। এ সময় অধ্যাপক রফিকুল ইসলাম সহ তার সাথে থাকা নেতাকর্মগণ আক্রান্ত হন। সে সময় সন্ত্রাসীদের হামলায় একটি কারে অগ্নিসংযোগ করে ৩টি মাইক্রো, ২২টি মোটরসাইকেল ভাংচুর করে মোট ৩৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করেন।

মামলায় আসামীরা হলেন, নীলফামারীর ডিমলা উপজেলার বাবুর হাট এলাকার এমাজ উদ্দিনের ছেলে নীলফামারী-০১ আসনের সাবেক এমপি ০১) আফতাব উদ্দিন সরকার (৭৫), ডোমার মির্জাগঞ্জ স্টেশন বাজার এলাকার ময়নুল ইসলামের ছেলে জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যান ০২) সাখাওয়াত হাবিব বাবু (৪৫), পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া এলাকার মৃত ছওকত আলীর ছেলে ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ০৩) তোফায়েল আহমেদ (৫৫), ডোমার সরকারি কলেজপাড়া এলাকার মৃত দারাজ উদ্দিনের ছেলে ডোমার উপজেলা আওয়ামীগের সভাপতি ০৪) মনোয়ার হোসেন (৬০), চিলাহাটি ভোগডাবুড়ি এলাকার গোলাম রব্বানীর মেয়ে আওয়ামীলীগ নেত্রী ও সাবেক ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ০৫) সরকার ফারহানা আক্তার সুমি (৩৫), পাঙ্গামটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে সাবেক ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার (৪৮), ছোট রাউতা সাহাপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ০৭) আমিনুল ইসলাম রিমুন (৫২), পূর্ব হরিনচড়া বটতলী বাজার এলাকার মৃত আশরাফ আলীর ছেলের হরিনচড়া ইউপি চেয়ারম্যান ০৮) রাসেল রানা (৪৫), চিকনমাটি ধনীপাড়া এলাকার আব্দুল হকের ছেলে আওয়ামীলীগ নেতা ০৯) ময়নুল হক মনু (৫৩), সোনারায় ধনীপাড়া এলাকার আইনুল হক চৌধুরীর ছেলে সোনারায় ইউপি চেয়ারম্যান

১০) গোলাম ফিরোজ চৌধুরী (৫৫), পশ্চিম চিকনমাটি পল্টন পাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে ডোমার সদর ইউপি চেয়ারম্যান ১১) মাসুম আহমেদ (৩৭), জোড়াবাড়ি মাজাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে আওয়ামীলীগ নেতা ১২) এহতেশামুল হক (৩৮), জোড়াবাড়ি বেতগারা এলাকার নাজিরুল হকের ছেলে ১৩) জহিরুল ইসলাম (৪৭), পশ্চিম বোড়াগাড়ি উত্তরপাড়া এলাকার মৃত ছওকত আলীর ছেলে জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা ১৪) মনজুর আহমেদ ডন (৪৮), পশ্চিম বোড়াগাড়ি উত্তরপাড়া এলাকার সোলায়মান আলীর ছেলে যুবলীগ নেতা ১৫) রফিকুজ্জামান রুবেল (৪৭), পূর্ব কলেজপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে আওয়ামীলীগ নেতা ১৬) মতিউর রহমান রুবেল (৫১), ছোট রাউতা এলাকার মৃত বনোয়ারি লাল আগরওয়ালার ছেলে যুবলীগ নেতা ১৭) গনেশ কুমার আগরওয়ালা (৪৭), ডাঙ্গা পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে আওয়ামীলীগ নেতা ১৮) মঞ্জুর আলম নাহিদ (৪৫), পশ্চিম বোড়াগাড়ি উত্তর পাড়া এলাকার তাসবীর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা ১৯) মনির (৩০), আমবাড়ি গোমনাতী এলাকার মৃত ছফিয়ার রহমানের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান

২০) আব্দুল হামিদ (৫২), ডোমার সদর ইউনিয়ন ২নং ওয়ার্ডের ছাবেদ আলী মালির ছেলে আওয়ামীলীগ নেতা ২১) আলমগীর হোসেন (৪০), চিলাহাটি ভোগডাবুড়ি এলাকার মকছেদ আলী প্রামানিকের ছেলে আওয়ামীগ নেতা ২২) হাফিজুর রহমান বকুল প্রামানিক (৫৫),  চিলাহাটি মুক্তিরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে ২৩) শফিকুল ইসলাম দুলু (৬২), চিলাহাটি ভোগডাবুড়ি এলাকার নিজামউদ্দিন সরকারের ছেলে ২৪) ইউনুস আলী (৬০), রফিকুল ইসলামের ছেলে ২৫) আহসান হাবিব শাওন (২৮), মৃত আব্দুস সাত্তারের ছেলে ২৬) আরিফুল ইসলাম (৩০), জোড়াবাড়ি বেতগাড়া এলাকার শাহ আলমের ছেলে ২৭) মাসুম বিল্লাহ (৩০), মশিয়ার রহমানের ছেলে ২৮) লাবু ইসলাম (৪২), মৃত আব্দুল মুন্সীর ছেলে ২৯) মোখলেছার রহমান (৪২), ছাকাত আলী তুলার ছেলে ৩০) মনোয়ার হোসেন (৩৭), মফিজার রহমানের ছেলে ৩১) মামুন ইসলাম (৩০)-সহ আরো  ২০০/৩০০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়।

মামলার সত্যতা নিশ্চিত করেন মামলার বাদী জোড়াবাড়ি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম। তিনি বলেন, নীলফামারী আদালতে সাবেক এমপি আফতাবকে ০১ নং আসামি করে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আইনজীবীরা জানান, নীলফামারী ০১ আসনের  সাবেক এমপি সহ ৩১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি আজ বিজ্ঞ আদালত এফআইআর হিসেবে রেকর্ড করতে ডোমার থানাকে নির্দেশ প্রদান করেছেন।

মেসেঞ্জার/রিপন/আজিজ