ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ছবি: মেসেঞ্জার

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ৫০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন।

এ  ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
 

মেসেঞ্জার/বিপাশ/আজিজ