ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বরগুনায় ডেঙ্গুতে এরিস্টোফার্মার এরিয়া ম্যানেজারের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ১ অক্টোবর ২০২৪

বরগুনায় ডেঙ্গুতে এরিস্টোফার্মার এরিয়া ম্যানেজারের মৃত্যু

ছবি: মেসেঞ্জার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনায় মো. জাকির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি ঔষধ কোম্পানি এরিস্টোফার্মার এরিয়া ম্যানেজার হিসেবে বরগুনায় কর্মরত ছিলেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে বাকেরগঞ্জ নামক স্থানে বসে তার মৃত্যু হয়।

জানা যায়, মো: জাকির হোসেন বরগুনা সদর উপজেলার দক্ষিণ হাজারবিঘা গ্রামের মৃত হানিফ মৃধার জ্যেষ্ঠ পুত্র। দুতিন দিন পূর্বে জ্বরে আক্রান্ত হলে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরগুনা জেনারেল হাপাতালে ভর্তি করা হয়। রোগীর সাথে থাকা তার শ্যালক সোহেল জানান, সোমবার সন্ধ্যায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় এবং বরগুনা জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় রোগী জাকিরকে বরিশাল নিয়ে যাওয়ার পথে মারা যান। তিনি স্ত্রী, দুই সন্তান, ছোট ভাই ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মেসেঞ্জার/হিমাদ্রি/আজিজ