ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বরগুনায় ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩২, ১ অক্টোবর ২০২৪

বরগুনায় ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ছবি : মেসেঞ্জার

বরগুনায় সরকারি সার্ভেয়ারের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ৯টায় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু হয়। 

বরগুনায় বৈষম্য বিরোধী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ রিয়াজ মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মোঃ আজিজুল হক জীবন, আমতলী ভূমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল, এস এ শাখার সার্ভেয়ার মোঃ আলী হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

নেতৃবৃন্দ বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সরকারি অফিসে কর্মরত সার্ভেয়াররা জানান, 'ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করে সবাইকে দ্বিতীয় শ্রেণি ও ১০ম গ্রেডে বেতন স্কেল দেওয়া হলেও সারাদেশের সার্ভেয়ারদের ১০ম গ্রেডে উন্নীত করা হয়নি।'

২০২৩ সালের (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভায় ১০ম গ্রেডে উন্নীত করার জন্য সুপারিশ করা হলেও আজও তা বাস্তাবায়ন হয়নি। তাই আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বৈষম্যমুক্ত করে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত ও ১০ম গ্রেডে বেতন স্কেল করার দাবি জানাচ্ছি।

মেসেঞ্জার/কেশব/তারেক