ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সখিপুর বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট পরিদর্শনে শ্রীমঙ্গলের প্রতিনিধিদল

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৬, ২ অক্টোবর ২০২৪

সখিপুর বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট পরিদর্শনে শ্রীমঙ্গলের প্রতিনিধিদল

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলের ৮ সদস্যের একটি প্রতিনিধিদল টাঙ্গাইলের সখিপুর পৌরসভা এলাকায় অবস্থিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট 'কো- কম্পোস্ট প্লান্ট' পরিদর্শন করেছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মীর এম এ সালাম, সহকারি প্রকৌশলী ফরহাদুল হক, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারি আরমান খান প্রমুখ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রতিনিধি দল সখিপুর প্লান্ট পরিদর্শনে যান। সখিপুরে প্লান্ট পরিদর্শন শেষে প্রতিনিধিদল সখিপুর পৌরসভায় পৌর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীর সাথে কো-কম্পোস্ট প্লান্ট বিষয়ে এক আলোচনা সভায় মিলিত হন।

ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ জানান, সখিপুরে অবস্থিত কো-কম্পোস্ট প্লান্টের আদলে কিভাবে শ্রীমঙ্গল পৌরসভায় একটি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন করা যায় এটিই সখিপুর কম্পোস্ট প্লান্ট পরিদর্শনের মুল উদ্দ্যেশ্য।

সুত্র আরো জানায়, ফানসা-বাংলাদেশের ব্যানারে এসকেএস ফাউণ্ডেশনের ব্যবস্থাপনায় ম্যাক বাংলাদেশ বর্তমানে পৌর এলাকায় অন্তর্ভূক্তিমুলক স্যানিটেশন সেবা নিশ্চিত করার লক্ষ্যে শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় রাইজিং ফর রাইটস নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পটির কর্মসুচী বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে একটি গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গবেষণা কার্যক্রমের আওতায় পৌর এলাকার বর্তমান স্যানিটেশন অবস্থা যাচাই, শিট ফ্লো ডায়াগ্রাম তৈরি, পৌর এলাকাব্যাপী অন্তর্ভূক্তিমুলক স্যানিটেশন পরিকল্পনা প্রণয়ন এবং পানি ও স্যানিটেশন সেবা উন্নয়ন বিষয়াদি নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে শ্রীমঙ্গলে একটি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন বিষয়ে সরজমিন পরিদর্শন ও অভিজ্ঞতা অর্জনের জন্যই এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

মেসেঞ্জার/কাজল/তারেক