ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ২ অক্টোবর ২০২৪

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

ছবি : মেসেঞ্জার

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম. এ আফজলসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১ অক্টোবর) গভীর রাতে এবং বুধবার (২ অক্টোবর) সকালে নিজ নিজ বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অপর চারজন হলেন, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাছুম।

জেলা আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তারের বিষয়টি র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মোঃ আশরাফুল ইসলাম নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলা ও দুই জনকে পুড়িয়ে হত্যার মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করে জানান, তাদের দুইজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ছাত্র-জনতার উপর হামলার মামলা রয়েছে।

মেসেঞ্জার/সাজু/তারেক