ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৭:১৫, ২ অক্টোবর ২০২৪

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

ছবি : মেসেঞ্জার

বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে স্বপন কুমার (৪৫) নামের এক জেলে শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে কাহালু রেলস্টেশন প্লাটফরমে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ১২ টার দিকে সান্তাহার গামী বুড়িমারী এক্সপ্রেস কাহালু ষ্টেশন অতিক্রম করার সময় অসাবধানতা বশত স্বপন কুমার রেললাইন পারা পারের সময় এ দুর্ঘটনায় প্রাণ হারান। সে বগুড়া সদর ইউনিয়নের এরুলিয়া বানদীঘি গ্রামের তরুনী কুমারের ছেলে। কাহালু স্টেশন এলাকায় জেলে শ্রমিক হিসেবে বসবাস করতো।

কাহালু স্টেশন মাস্টার সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সান্তাহার রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় স্বপন কুমারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক