ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক ৫

কুমিল্লা ব্যুরো 

প্রকাশিত: ২২:০৬, ২ অক্টোবর ২০২৪

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক ৫

ছবি : মেসেঞ্জার

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ৫জনকে আটক করা হয়েছে। ছাত্র জনতার উপর হামলাকারী সন্ত্রাসী অস্ত্রধারী ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ওই ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বুধবার (২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয় এতে মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম হোসেন (২৭), মোঃ মিতন মিয়া (২৫), মোঃ মাহফুজ মিয়া (৩৫), মোছাঃ সুলতানা বেগম (৪৭) ও মোছাঃ ফাতেমা বেগম (৪৫) নামক ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ৪৭ বোতল হুইস্কি, ১৪ পিছ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ৬২০টি ফয়েল পেপার, ৫টি এন্ড্রয়েড মোবাইল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তাররকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক বুড়িচং থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/খায়ের/তারেক