ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শিবগঞ্জ সীমান্তে অস্ত্র-গুলি ও মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ৩ অক্টোবর ২০২৪

শিবগঞ্জ সীমান্তে অস্ত্র-গুলি ও মদ উদ্ধার

ছবি : মেসেঞ্জার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ উদ্ধার করেছে করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে ৫৩ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়। বিজিবি জানায় বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দূলভপুর ইউনিয়নের সীমান্ত ঘেষা গ্রাম কুকরিপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা।

বিবিজি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সীমান্ত পিলার ১০/২ এলাকায় দুজন একটি বস্তা ফেলে ভারতের অংশে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে একটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ পাওয়া যায়।

৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ মনির-উজ-জামান জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, সীমান্ত এলাকায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সব ধরনের নাশকতা রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

মেসেঞ্জার/নাহিদ/তারেক