ছবি : মেসেঞ্জার
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর স্বাক্ষর জাল করে সরাইল বিএনপির কমিটি বিলুপ্তির একটি ভূয়া প্রেস বিজ্ঞপ্তি বুধবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে Dhaka Times নামে একটি ফেইক আইডির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সরাইলে নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তিসহ মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু তাঁর ভেরিফাইড ফেইসবুক আইডিতে প্রেস বিজ্ঞপ্তিটি সম্পর্কে তাৎক্ষনিক বিবৃতিতে লেখেন "ঢাকা টাইমস নামের এই ভূয়া ও ফেইক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি।"
পরদিন বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ ব্যপারে বিএনপির মিডিয়া সেলে একটি প্রেস বিজ্ঞপি প্রকাশ করা হয়। এতে লেখা হয়, "আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
উক্ত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।"
এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশা প্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। শীঘ্রই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আশ্রয় নেব।
এ ব্যপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহিল কবির রেজভী ভাই উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি ভূয়া হিসেবে বিবৃতি দিয়ে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করায় আমি দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মেসেঞ্জার/রিমন/তারেক