ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

লামা উপজেলায় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৯, ৩ অক্টোবর ২০২৪

লামা উপজেলায় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

লামা উপজেলায় আসন্ন শার্দীয় দুর্গাপূজা-২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ত্রান কর্মকর্তা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার প্রতিনিধি, আনসার ভিডিপ কর্মকর্তা, উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি ও ইউনিয়ন পর্যায়ের উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ অন্যরা।

উপজেলার ৮টি মন্ডপে যথারীতি পূজা উদযাপন হবে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শার্দীয় দুর্গাপূজা যথযথ রীতি অনুস্মরণ করে উৎসাহের সাথে পালনে প্রশাসন সর্বাত্তক সহযোগিতা করবেন বলেন উপজেলা নির্বাহী অফিসার।

সার্বিক নিরাপত্তার জন্য বিভিন্ন কমিটি কাজ করবে। নিরাপত্তায় আনসার, ভিডিপি, পুলিশ, বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া কন্ট্রোল রুম থেকে কঠোর নজরদারী থাকবে।

মেসেঞ্জার/বিপ্লব/তারেক