ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে প্রাণ গেল শ্রমিকের

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২১:৩০, ৩ অক্টোবর ২০২৪

বগুড়ায় নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে প্রাণ গেল শ্রমিকের

ছবি : মেসেঞ্জার

বগুড়ার শিবগঞ্জে নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোঃ হারুন মিয়া (৫৫)। সে উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষিকোলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয়রা জানান, গণেশপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সরকারের নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মান শ্রমিকের কাজ করতেন হারুন মিয়া। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিল্ডিংটির পূর্ব পার্শ্বের সাটার ভেঙে যায়। এতে সাটারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা মরদেহ উদ্ধার করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক