ছবি: মেসেঞ্জার
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলার সকল শাখার নেতৃবৃন্দের সাথে শ্রীমঙ্গল থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে থানা ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম।
আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা ।
সভায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে পুজা উদযাপন পরিষদের উপজেলা, পৌর, ইউনিয়নের সকল কমিটি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের পক্ষে বিভিন্ন বিষয় নিয়ে সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন। তারা হলেন- শ্রীপদ দেব, সমিরন সরকার, মিলন দাশ গুপ্ত, অলক কান্তি পাল, পরিমল সিং বাড়াইক, সুদীপ দাশ রিংকু, অশোক দেব, বিশ্বনাথ চৌধুরী ছোটন, প্রত্যুষ দেব গৌরা, সঞ্জয় চক্রবর্তী, পুর্নেন্দু দেবনাথ, মহেশ্বর দাশ, কান্তালাল লাল, শ্যামল শীল প্রমুখ।
মেসেঞ্জার/কাজল/আজিজ