ঢাকা,  শনিবার
০৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সাজ্জাদ হত্যা মামলায়

হাজিরহাট থানা আওয়ামী লীগের সম্পাদক মিলন গ্রেপ্তার

রংপুর ব্যুরো

প্রকাশিত: ০৮:৫৪, ৫ অক্টোবর ২০২৪

আপডেট: ০৮:৫৪, ৫ অক্টোবর ২০২৪

হাজিরহাট থানা আওয়ামী লীগের সম্পাদক মিলন গ্রেপ্তার

ছবি: মেসেঞ্জার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফল ব্যবসায়ী সাজ্জাদ হত্যা মামলায় রংপুর মহানগর হাজিররহাট থানা সাধারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার জানান, শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে আটটায় নগরীর কেরানিহাট কাউন্সিলর অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি ১৯ জুলাই রংপুর মহানগরীর রাজা রামমোহন এলাকায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত ফল ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামী। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে। 

রংপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার পৃথ্বীষ রায় জানান, গত ২০ আগস্ট রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাজ্জাদের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, নাইমুল ইসলাম খান, রাশেদ খান মেনন, এ আরাফাত, অপু উকিল, রংপুরের সাবেক এমপি আহসানুল হক চৌধুরীর ডিউক, জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান বাবলু, পৌর মেয়র টুটুল চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ৮ পুলিশ কর্মকর্তা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের ৫৭ জন নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

মেসেঞ্জার/মান্নান/আজিজ

×
Nagad