ছবি: মেসেঞ্জার
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম (সেবা)।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার পর তিনি শ্রীমঙ্গল পৌর এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং প্রতিমা তৈরির শেষ মূহুর্তের কাজ প্রত্যক্ষ করেন। তিনি পূজামণ্ডপগুলোর শৃঙ্খলা ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ সুপার শহরের কালিবাড়ি পূজামণ্ডপ, রামকৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ, শাপলাবাগ স্বরলিপি সংঘ পূজামণ্ডপ, বারোয়ারি পূজামণ্ডপে যান এবং আয়োজকদের সাথে কথা বলেন।
এ সময় মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/কাজল/আজিজ