ঢাকা,  শনিবার
০৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

জামালপুরে গৃহবধূর আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৭, ৫ অক্টোবর ২০২৪

জামালপুরে গৃহবধূর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বসত ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সূচনা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে আইরমারি গ্রামের খাঁনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত সূচনা বেগম একই এলাকার আলমাছ মিয়ার স্ত্রী। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ বছর আগে আইরমারি খাঁনপাড়া গ্রামের আলমাছ মিয়ার সাথে বিয়ে হয় সূচনা বেগমের। দম্পতি জীবনে তাদের আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। 

শুক্রবার রাতে পারিবারিক কলেহের জের ধরে পরিবারের লোকজনের আড়ালে নিজ বসত ঘরের ধরনার সাথে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দেয় সূচনা। সে সময় তার ছোট শিশু সন্তানের কান্নার শব্দ শুনে তার শাশুড়ি গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে । ময়না তদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হবে ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মেসেঞ্জার/উজ্জ্বল/আজিজ

×
Nagad