ঢাকা,  শনিবার
০৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মাভাবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ৫ অক্টোবর ২০২৪

মাভাবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ছবি : মেসেঞ্জার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়েরর ১৪ তলা একাডেমিক ভবনের সামনে ‘শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি পালিত হয়। এসময় জুলাই-আগস্ট আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের স্মরণ করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাদিফুর রহমান, সহকারী অধ্যাপক আরজু আহমেদ, প্রভাষক ড. আব্দুল কুদ্দুস ও রেজিস্ট্রার মোহাঃ তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

মেসেঞ্জার/মোস্তফা/তারেক

×
Nagad