ছবি : মেসেঞ্জার
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভোলার চরফ্যাসন উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর আগে ফ্যাসন স্কয়ারের শহীদ মিনার প্রাঙ্গন থেকে শিক্ষক-শিক্ষিকারা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে পদযাত্রা শুরু করে প্রধান সড়কে এসে মিলিত হন। পরে মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকরা তাদের এক দফা দাবি তুলে ধরেন।
চরফ্যাসন উপজেলা সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ এর আয়োজনে শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় চরফ্যাসন শহরের প্রধান সড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ফুয়াদ হোসেন, রফিকুল ইসলাম বাবুল, আবুল কালাম আজাদ, তানভির হোসেন, বেলাল হোসাইন, সাইফুল ইসলাম, সালমান সিদ্দিক, সাবানা ইয়াসমিন রুপাসহ প্রমুখ। এসময় ছয়শতাধিক সহকারী শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/সাইফুল/তারেক