ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শার্শায় দুর্গাপুজা উপলক্ষে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ৫ অক্টোবর ২০২৪

শার্শায় দুর্গাপুজা উপলক্ষে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

ছবি : মেসেঞ্জার

যশোরের শার্শায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পুজা মন্ডপে ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু। শনিবার (৫ অক্টোবর) বিকালে বিএনপির কার্যালয় থেকে উপজেলার ২৮ টি পুজা মন্ডপে এ সহায়তা প্রদান করা হয়।

পুজা মন্ডপগুলোর সভাপতি ও সাধারন সম্পাদক এ অর্থ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস ও সাধারন সম্পাদক নীল কুমারসহ ১১ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক প্রমুখ।

মেসেঞ্জার/জামাল/তারেক