ছবি : মেসেঞ্জার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে শহরের টি ভ্যালী রেস্টুরেন্টের হল রুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান।
সংগঠনের শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. আরিফ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত পাল শুভ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ জেলা শাখার সদস্য অপু রায়হান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তানিম আহমেদ রুহিন, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ ফাহিম, কুলাউড়া শাখার সভাপতি তুহিন আহমদ, সাধারণ সম্পাদক, ইমন আহমদ, কমলগঞ্জ শাখার সভাপতি মো. রুহেল, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গলের আবু সুফিয়ান রায়হান প্রমুখ।
মেসেঞ্জার/মিল্লাদ/তারেক