ছবি : মেসেঞ্জার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা মণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। শেষ পর্যায়ে প্রস্তুতি দেখতে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাবেদুর রহমান।
শনিবার (৫ অক্টোবর) প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে নাসিরনগর উপজেলার দত্তবাড়ি পূজামন্ডপ এবং আন্দ্রাবহর পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে পুলিশ সুপার মহোদয় মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী সাথে আলোচনা করেন এবং দুর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন।
এসময় অফিসার ইনচার্জ, নাসিরনগর থানাসহ অন্যান পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস রিলিজ থেকে এ তথ্য জানানো হয়।
মেসেঞ্জার/রিমন/তারেক