ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বন্যা দুর্গতদের মাঝে নগদ পাঁচ লক্ষ টাকার বিতরণ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ৫ অক্টোবর ২০২৪

বন্যা দুর্গতদের মাঝে নগদ পাঁচ লক্ষ টাকার বিতরণ

ছবি : মেসেঞ্জার

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্পেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে নগদ পাঁচ লক্ষ টাকা বিতরণ করা হয়। শনিবার (৫ অক্টোবর) বিকেলে সোনাইমুড়ী উপজেলা বীর বিক্রম মোজাফফর আহমদ মিলনায়তনে ১শ বনার্তের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন, স্পেন মাদ্রিদ বায়তুল মোকররম মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, মসজিদের ইমাম মাও. শেখ হাসান, স্পেন মাদ্রিদ বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেম মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ আবদুল মতিন, কমিউনিটির সদস্য মোঃ শিপন, মোঃ ইয়াছিন, নান্দিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ডাঃ জাকির হোসেন, স্বপ্নচূড়া সংগঠনের সদস্য মাহফুজুর রহমান, সমাজ সেবক গোলাম মোরশেদ, আইয়ূবুর রহমান সেলিম প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ জনপ্রতি ৫ হাজার টাকা করে ৫ লক্ষ টাকা বিতরণ করে।

মেসেঞ্জার/ইয়াকুব/তারেক