ছবি : মেসেঞ্জার
সুুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউপির শ্রী শ্রী অদ্বৈত প্রভূর জন্মদাম দূর্গাপূজাকে সামনে রেখে বিজিবির উদ্যেগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪ টায় সুুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ান বিজিবির আয়োজনে মন্দির প্রাঙ্গনে ও তাহিরপুরের রাজারগাও পনতীর্থ শারদীয় দূর্গপূজা কমিটির সহযোগিতায় মন্দির প্রাঙ্গনে এ জনসচেতনতামূলক সভা অনুষ্টিত হয়।
পূজা কমিটির সভাপতি মধূসুদন রায়ের সভাপতিত্ব সাধারন সম্পাদক মাদব রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি এম সিলেট অঞ্চল বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিবির সুুনামগঞ্জ অঞ্চলের ২৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল এ কে এম জাকারিয়া কাদির,তাহিরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক গণেশ তালুকদার, লাউড়েরগড় মাদ্রাসার মোমতামিম মাওলানা মইনূল ইসলাম, হিন্দু কমিউনিটি নেতা কেশব রায়, মোহন লাল রায়, সুজিত রায় প্রমুখ।
আগামী (৯ অক্টোবর) সারাদেশের ন্যায় সুুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলায় ৪০০শত টি পূজামন্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ষষ্টীপূজার মধ্য দিয়ে আনুষ্টানিকভাবে শুরু হবে এবং আগামী (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যপী দূর্গাপূজার কার্যক্রম শেষ হবে।
প্রধান অতিথির বক্তব্যে ২৮ বর্ডার গার্ড বিজিবির সিলেট অঞ্চলের কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন সুুনামগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উর্বর জায়গা। এই জেলার হিন্দু,মুসলিম বৌদ্ধ খ্রিষ্টানসহ বিভিন্ন জাতিগোষ্টির মাঝে যুগযুগ ধরে সম্প্রীতির একটি অনন্য উদাহরন রয়েছে।
তাই আগামী দূর্গোৎসবে সুুনামগঞ্জে সকল ধর্মের মানুষের সহযোগিতায় হিন্দু সম্প্রদায়ের লোকজন উৎসব মূখর পরিবেশে দূর্গাপূজার সমাপ্তি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, দূর্গাপূজায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সুুনামগঞ্জ জেলার সবকটি পূজামন্ডপে নিশ্চিত নিরাপত্তা দিবেন বলে জানান বিজিবির সিলেট অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। এছাড়াও সেনাবাহিনী র্যাব পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবে বলেও তিনি জানান।
মেসেঞ্জার/দ্বিপাল/তারেক