ঢাকা,  রোববার
০৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বিভিন্ন ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা, গ্রেপ্তার ৫

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ৬ অক্টোবর ২০২৪

বিভিন্ন ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা, গ্রেপ্তার ৫

ছবি : মেসেঞ্জার

যশোরের বেনাপোলে পৃথক পৃথক মামলায় ৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্থলবন্দরের কর্মকর্তাকে অপহরণ করে ৭৫ হাজার টাকা চাঁদা আদায়। বিজিবি সদস্যদের কাজে বাঁধা প্রদান ও চুরির অভিযোগে মামলা রয়েছে থানায়।

গ্রেপ্তারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার তালশাড়ী গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৪২), ভবারবেড় গ্রামের নুর ইসলামের ছেলে নাজমুল হোসেন (২৫), একই গ্রামের সিরাজ হোসেনের ছেলে মিরাজ হোসেন (৪০), যশোর বারান্দী পাড়ার মৃত আবুল কাশেম এর ছেলে আবু সাঈদ (২২) ও যশোর রাজার হাট এলাকার নুর ইসলামের ছেলে সাগর (২৫)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক মামলার ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/জামাল/তারেক

×
Nagad