ঢাকা,  রোববার
০৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ময়মনসিংহে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:০০, ৬ অক্টোবর ২০২৪

ময়মনসিংহে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি

ছবি: সংগৃহীত

অতিবৃষ্টি পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এতে জেলার তিন উপজেলার ২১টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ এবং মোবাইল নেটওয়ার্ক।

রোববার ( অক্টোবর) দুপুরে সব তথ্য জানিয়েছেন জেলা ত্রাণ দূর্যোগ পুনর্বাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন।

সানোয়ার হোসেন বলেন, উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে এখন নারী শিশুসহ দেড় সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছে। তিন উপজেলায় ৩০ মেট্রিক টন চাল খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া রান্না করা খাবারও দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, ধোবাউড়ায় বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তবে প্রশাসন কিছু এলাকায় খাবারের ব্যবস্থা করছে। এছাড়াও নেতাই নদীর আশপাশের এলাকায় অন্তত অর্ধশত ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। পানিবন্দি অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে। উপজেলার কলসিন্দুর, জিগাতলা, পঞ্চনন্দপুরসহ বিভিন্ন পয়েন্টে নেতাই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে পুরো উপজেলা প্লাবিত হয়েছে।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad